ইতালি ভিসা আবেদন করার নিয়ম

ইতালি ভিসা আবেদন করার নিয়ম: ইউরোপের একটি দেশ হচ্ছে ইতালি। যেখানে যেতে লাখ লাখ টাকা প্রয়োজন। ইতালি যাওয়ার ভিসার দামও অনেক। বিদেশ যাওয়ার জন্য ভিসা ও পাসপোর্ট বানাতে হয়। ভিসা বানাতে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই পোস্টে ইতালি ভিসা আবেদন করার নিয়ম দেখানো হয়েছে। আবেদন করতে কি কি লাগবে ও কত টাকা লাগবে তা বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট টি পড়ুন।

ইতালি ভিসা

ইতালিতে আপনারা ২ ধরনের ভিসায় যেতে পারবেন। একটি হচ্ছে সিজনাল ভিসা বা অস্থায়ী ভিসা এবং নন সিজনাল ভিসা বা স্থায়ী ভিসা। এছাড়া আরও অনেক ভিসা আছে। যেগুলো কাজের জন্য। তবে সব ধরনের ভিসার জন্য একই পদ্ধতিতে আবেদন করতে হবে। নিচে থেকে ইতালির সকল ভিসার তালিকা জেনেনিন।

  • ফ্যামেলি ভিসা।
  • পুনঃপ্রবেশ ভিসা ।
  • দক্ষ কর্মী ভিসা।
  • ট্যুরিস্ট ভিসা।
  • নাবিক ভিসা।
  • ধর্মীয় প্রোগ্রাম মূলক ভিসা।
  • স্টুডেন্ট ভিসা।
  • আত্মকর্মসংস্থান ভিসা।
  • ব্যবসায়িক ভিসা।
  • চিকিৎসা ভিসা।
  • ইউ/ইইউ নাগরিকের ত্মীয় ভিসা।

ইতালি ভিসা আবেদন করার জন্য যা যা লাগবে

ভিসা আবেদন করার পূর্বে কি কি লাগবে তা জেনে নেওয়া উচিৎ। ভিসা বানানোর জন্য কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। এই ডকুমেন্ট ছাড়া ভিসার জন্য আবেদন করা যাবে না। ইতালি ভিসা আবেদন করার জন্য কি কি লাগবে? তা নিচের অংশে দেওয়া আছে দেখেনিন।

অস্ট্রেলিয়া শ্রমিকের বেতন কত টাকা

  • পু’রণকৃত ও আবেদনকারী দ্বারা স্বা’ক্ষরিত ভিসা আবেদন ফরম
  • ২ কপি ছবি লাগবে।
  • বৈধ পাসপোর্ট লাগবে। এবং পাসপোর্ট নাম্বার
  • প্রাসঙ্গিক চেকলিষ্ট অনুসারে সকল সমর্থক কাগজপত্র।
  • অরিজিনাল পাসপোর্ট।
  • ন্যাশনাল আইডি কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতার সনদ।
  • কাজের অভিজ্ঞতার সনদপত্র।
  • অবশ্যই আপনার বয়স 18 বছরের বেশি হতে হবে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
  • ভিসা আবেদন ফি’স, ভি’এফএস এবং ব্যাঙ্ক এর বি’ভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য সার্ভিস চার্জ লাগবে।

ইতালি ভিসা আবেদন করার নিয়ম

ভিসা আবেদনের জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকে আবেদন করবেন। এছাড়া ভালো কোনো এজেন্সির মাধ্যমে ভিসার আবেদন করে ভিসা বানাতে পারবেন। নিচে থেকে ইতালি ভিসা আবেদন করার নিয়ম দেখেনিন।

প্রথমে https://italy-application-visa-form.pdffiller.com/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এখান থেকে ভিসার জন্য আবেদন করতে হবে। এই আবেদন টি পিডিএফ সংগ্রহ করতে পারবেন।

১। ভিসার ধরন শনাক্ত করুন। 

প্রথম ধাপ হল, আপনার জন্য প্রযোজ্য ভিসার ধরন নির্ধারণ করা এবং আপনি এটির জন্য আবেদন করার যোগ্য কিনা তা যাচাই করা। আপনাকে আপনার আবেদনের সাথে যে ডকুমেন্টগুলি জমা দিতে হবে, আবেদনটি প্রক্রিয়া হতে কতোদিন নিতে পারে এবং আপনাকে কি পরিমাণ ফি দিতে হবে তাও আপনাকে জানতে হবে। প্রতিটি আবেদন অবশ্যই আপনার ভিসা বিভাগের জন্য প্রযোজ্য নির্দেশিকা মেনে চলবে। আপনার ডকুমেন্টগুলি ইংরেজিতে না হলে, আবেদন করার আগে আপনাকে অনুবাদগুলি প্রস্তুত করতে হতে পারে।

২। আপনার আবেদন প্রক্রিয়া শুরু করুন. আপনি যদি প্রস্তুত হোন তাহলে ফরম ডাউনলোড করুন ্ডি টাইপ (দীর্ঘ মেয়াদী) অথবা সি টাইপ (স্বল্প মেয়াদী) যেটা আপনার জন্য প্রযোজ্য সেটি পূরণ করুন, প্রিন্ট করুন বং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ভিসা আবেদন কেন্দ্রে এনে জমা করুন।

৩। ভিসা আবেদন কেন্দ্র নির্বাচন করুন। বর্তমানে জমা করতে কোন এ্যাপয়েন্টমেন্ট এর প্রয়োজন নেই।

৪। আপনার আবেদন পত্র পূরণ এবং অন্যান্য ডকুমেন্ট তৈরী হয়ে গেলে দেখুন কি পরিমাণ ফী জমা করতে হবে ভিসা আবেদন ফী ভিসা আবেদন কেন্দ্রে নগদ টাকায় এবং ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে ফী প্রদান করতে হবে। ব্যাংক কাউন্টারে টাকা প্রদানের পর রশিদ গ্রহন নিশ্চিত করুন।

৫। আপনার আবেদন স্থিতি ট্র্যাক করুন

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে দুতাবাস থেকে যখন ভিসা আবেদন কেন্দ্রে পাঠানো হবে, আবেদন কালে আপনার প্রদান করা ফোন নম্বরে আপনাকে ফোন করে জানানো হবে। আপনি যদি আরও নির্দিষ্ট করে খবরটি পেতে চান তাহলে আমাদের এসএমএস পরিষেবাটি ক্রয় করতে পারেন। এই পরিষেবার আওতায় আপনি এসএমএস এর পাশাপাশি ই-মেইল পাবেন। অথবা এখানে ক্লিক করুন।

৬। পাসপোর্ট সংগ্রহ করুন

ভিসা আবেদন কেন্দ্র থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করুন অথবা ভিএফএস সিলেট বা চট্টগ্রাম কেন্দ্র থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করার জন্য কুরিয়ার পরিষেবা গ্রহন করতে পারেন।

  • প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের নিজে উপস্থিত থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
  • ১৮ বছরের কম বয়সীদের পাসপোর্ট সংগ্রহকালে আইনগত অবিভাবক সঙ্গে থাকতে হবে।
  • মূল রশিদ এবং যে কোন ধরনের সরকারি পরিচয় পত্র সাথে থাকতে হবে।

ইতালি ভিসা খরচ

আপনি যদি বাংলাদেশ থেকে তাহলে যেতে চান তাহলে আপনার ভিসার মূল্য অনেক বেশি পড়বে।  কেননা ইউরোপের যে কোন দেশে ভিসার জন্য বাংলাদেশে বসবাসকারী ব্যক্তিদের জন্য একটি বেশি টাকা খরচ করতে হয়। অর্থাৎ ভিসার মূল্য বেশি হয়ে থাকে। অন্যান্য দেশ থেকেও ইতালি যেতে হলে একটু বেশি টাকা দিয়ে ভিসা  ক্রয় করতে হয়। ইতালিতে অনেক ধরনের ভিসা রয়েছে। এর উপর ভিসার দাম নির্ভর করে। ইতালি ভিসার দাম সব মিলিয়ে ১০ লাখ টাকার উপরে। অনেক ভিসায় ১৫ লাখ লাগতেও পারে।

শেষ কথা

এই পোস্টে ইতালি ভিসা বানাতে যা যা লাগবে এবং কত টাকা খরচ হবে তা শেয়ার করা হয়েছে। আসা করছি এই পোস্ট টি আপনাদের অনেক ভাললেগেছে এবং এই পোস্ট থেকে ইতালি ভিসা আবেদন করার নিয়ম জানতে পেরেছেন। এই রকম আরও পোস্ট পেতে আমার সাথেই থাকুন। এই ওয়েবসাইটে তথ্যমূলক পোস্ট দেওয়া হয়।

আরও দেখুনঃ

মালয়েশিয়া ভিসা কবে খুলবে ও মালয়েশিয়া ভিসা আবেদন।